পবিত্র যিলক্বদ শরীফ মাসের চাঁদ দেখা গেছে

আজ থেকে পবিত্র যিলহজ্ব মাস শুরু

নিউজ ডেস্ক: ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ এর সংবাদ অনুযায়ী বাংলাদেশে সোমবার দিবাগত সন্ধ্যায় পবিত্র যিলক্বদ শরীফ মাস উনার চাঁদ দেখা গিয়েছে।

উল্লেখ্য, ১৪৪১ হিজরী সনের পবিত্র যিলক্বদ শরীফ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল দিবাগত সন্ধ্যায় ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’  মজলিস এর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ এর কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হয়- রাজধানী ঢাকাসহ সারাদেশের প্রতিনিধিগণ নিজ নিজ এলাকায় চাঁদ তালাশ করেন। এবং চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটিসহ বিভিন্ন জেলার প্রতিনিধিগণ চাঁদ দেখতে পাওয়ার তথ্য প্রদান করেন।

তাই ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক-  তিনি চাঁদ দেখার সংবাদ আলোচনা-পর্যালোচনা শেষে ঘোষণা করেন, মঙ্গলবার ২৫ আউওয়াল  ২৩ জুন ২০২০ খৃ. হবে পবিত্র যিলক্বদ শরীফ মাসের ১লা তারিখ।