তিন কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার কক্সবাজার থেকে
কক্সবাজারের টেকনাফ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি’র) সদস্যরা। গতকাল সকালে টেকনাফ উপজেলার ন্যাটংপাড়ার বরফকল এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকা।
টেকনাফের ২নং বিজিবি’র অতিরিক্ত পরিচালক লে. কর্নেল শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান আসার খবরে বিজিবি’র সদস্যরা অভিযানে নামেন।
এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারিরা পালিয়ে যায়। পরে তল্লাশি করে ঘটনাস্থল থেকে একটি পলিথিনের ব্যাগ উদ্ধার করা হয়। গণনা করে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।