লাশের পেটেও ইয়াবা

ফুটবলার থেকে ৭ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার: লাশের পেটে ইয়াবা পাচার? না পেটে করে ইয়াবা পাচার করতে গিয়ে লাশ? কক্সবাজারে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ; ময়নাতদন্তের সময় যার পেটে পাঁচ প্যাকেট ইয়াবা পাওয়া গেছে।

রোববার কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের সময় পেটের ভেতর এ ইয়াবা পাওয়া যায় বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সুলতান আহমদ সিরাজী।

তিনি বলেন, ময়নাতদন্তের সময় পেটের ভেতর পলিথিন মোড়ানো পাঁচটি ছোট প্যাকেট পাওয়া গেছে। পরে প্যাকেটগুলো খুলে ইয়াবা পাওয়া যায়।

শনিবার রাতে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে দিলদারের লাশ (১৫) উদ্ধার করা হয় বলে জানান উখিয়া থানার ওসি হাবিবুর রহমান।

দিলদার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার ফরিদুল আলমের ছেলে।

স্থানীয়দের কাছে খবর পেয়ে দিলদারের লাশ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে ওসি জানান।

সুলতান আহমদ সিরাজী বলেন, দিলদারের পেটের ভেতর আরও পোটলা ছিল। যেগুলোর একটি খুলে গিয়ে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্যাকেটগুলোতে কী পরিমাণ ইয়াবা ছিল তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।
এদিকে দিলদারকে ‘প্রলোভন’ দেখিয়ে পেটে ইয়াবা ঢুকিয়ে ‘পাচারের’ চেষ্টা করা হচ্ছিল বলে তার স্বজনদের অভিযোগ।