জমাট বাধা অদৃশ্য বরফে বিপর্যস্ত নিউ ইয়র্কবাসী, দশ জনের মৃত্যু
ডেস্ক: তুষারঝড় স্টেলার আঘাতে ব্যাপক হতাহত ও ধ্বংসযজ্ঞের আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত দশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম। তুষারঝড় নিউইয়র্ক অতিক্রম করলেও, এর প্রভাবে এখনও দুর্ভোগ পোহাতে হচ্ছে অধিবাসীদের। ঘরবাড়ির আশপাশসহ সড়কের দু’ধারে তুষারের স্তূপ ছাড়াও রাস্তাঘাটে জমাট বাধা অদৃশ্য বরফে বিপর্যস্ত শ্রমজীবী মানুষের কর্মজীবন।
স্টেলার আঘাতে ইতোমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে নিউইয়র্কসহ উত্তর-পূর্বাঞ্চলীয় ১০টি অঙ্গরাজ্য। সর্বোচ্চ ৪২ ইঞ্চি তুষারপাত হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ওয়েস্ট উইনফিল্ড শহরে। নিউইয়র্ক সিটিতে তুষারপাত পরিমাণের এক ফুটের নিচে হলেও, পুরো শহরে এখনও দৃশ্যমান স্টেলার আঘাতের চিত্র।
বরফের কারণে এখনও ঘর থেকে বের হলেই ভোগান্তির শিকার হতে হচ্ছে বাসিন্দাদের। তুষারঝড়ের কারণে শহরের বেশিরভাগ স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়।
গত বুধবারও, নিউইয়র্কের তাপমাত্রা ছিল হিমাঙ্কের প্রায় তিন ডিগ্রি নিচে। কনকনে এ শীতের প্রকোপ সপ্তাহজুড়ে চলার পাশপাশি শনিবার নাগাদ আবারও ভারি তুষারপাতের আভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর।