গুলশানে হোটেল আর্টিজানে আটকা পড়েছেন কারা
ঢাকা: গুলশানের কূটনীতিকপাড়ার হলি আর্টিজান বেকারি রেস্তোরায় কতজন আটকা পড়েছেন তার নিশ্চিত সংখ্যা জানা না গেলেও উৎকণ্ঠা নিয়ে বেশ কয়েকজন স্বজন উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে। তাদের মাধ্যমেই জানা গেছে কয়েকজনের নাম।
এই রেস্তোঁরায় ২০ জন বিদেশি নাগরিকসহ ৪০ জনের মতো আটকা আছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছে। বিদেশিদের মধ্যে ‘সাত ইতালীয় থাকার’ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ঘটনাস্থলে উপস্থিত স্বজনদের সঙ্গে কথা বলে আটকে পড়া কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে এলিগেন্ট গ্রুপের চেয়ারম্যান রুবা আহমেদ ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে অপেক্ষায় আছেন মেয়ে অবনিতা কবীরের (১৮) খোঁজে। দুই বান্ধবীকে নিয়ে অবনিতা এই ক্যাফেতে আছেন বলে জানান তারা।
এছাড়া ট্রান্সকম গ্রুপের কর্ণধার লতিফুর রহমানের নাতি ফাইয়াজ (২১)। আফতাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার খানের ছেলে তাহমীদ (২২) ও তার কয়েকজন বন্ধু। হলি আর্টিজান বেকারির কর্মচারী ইমাম হোসেন সবুজসহ আরও কয়েকজন।