খনিজসম্পদের বাজার পেতে এশিয়ামুখী হচ্ছেন পুতিন

ডেস্ক : খনিজসম্পদ বিক্রির পথ প্রশস্ত করতে এশিয়ামুখী হতে চাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ, রাশিয়ার বিশাল খনিজসম্পদ আগামী দিনগুলোতে এশিয়ার দেশগুলোতে ভালো বাজার হতে পারে বলে মনে করেন পুতিন।

তাছাড়া সাম্প্রতিক সময়ে পশ্চিমাদেশগুলো অর্থনিতিকভাবে যেভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে তাতে অর্থনৈতিক এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পশ্চিমা দেশগুলোর চেয়ে এশিয়ার দেশগুলোকে বেশি আস্থাশীল হিসেবে মনে করেন।

চীন, ভারত, ভিয়েতনাম এবং থাইল্যান্ডের মতো দেশগুলোর সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরো দৃঢ় করার মাধ্যমে ভবিষ্যতে চলার পথ করতে চাইছেন তিনি। মস্কো মনে করছে, আগামী ২০ বছরে এশিয়ার বিভিন্ন দেশে তেল-গ্যাসের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। এই সুযোগটাই নিতে চায় দেশটি। পশ্চিমা দেশগুলো তেল-গ্যাসের জন্য রাশিয়ার চেয়ে যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে বেশি। এর পরিপ্রেক্ষিতে এশিয়াকে তেল-গ্যাসের মতো বিভিন্ন খনিজসম্পদ বিক্রি করার যথাযথ স্থান মনে করছে মস্কো।