মিতু হত্যা মামলার দুই প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত
চট্টগ্রাম: বহুল আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার দুই আসামি রাশেদ ও নুরুন্নবী গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে(!) নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে রাঙ্গুনিয়া উপজেলার ঠাণ্ডাছড়িতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ন কবিরের ভাষ্য।
ওসি বলেন, ‘ঠাণ্ডাছড়ি এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনাটি ঘটেছে।’
পুলিশের সহকারী কমিশনার ও মামলার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, রাশেদ ও নুরুন্নবী রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেখানে গেলে আসামিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে রাশেদ ও নুরুন্নবী মারা যান।
নুরুল ইসলাম ওরফে রাশেদ (২৭) ও নুরুন্নবী (২৮) নামের ওই দুইজনসহ সন্দেহভাজন মোট পাঁচজনের দেশ ছাড়ায় এ আগে নিষেধাজ্ঞা দিয়েছিল পুলিশ।