ট্রাইব্যুনালে দুই আসামি, রায়ের অপেক্ষা

যুদ্ধাপরাধ, ট্রাইবুনাল

ঢাকা: একাত্তরের যুদ্ধাপরাধ মামলার রায়ের জন্য জামালপুরের আট আসামির মধ্যে কারাগারে থাকা দুজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করবেন। এর আগে সকালে দুই আসামিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়।

এই দুই আসামি হলেন- অ্যাডভোকেট মো. শামসুল হক ওরফে ‘বদর ভাই’ এবং এস এম ইউসুফ আলী। এছাড়া ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা শরীফ আহাম্মেদ ওরফে শরীফ হোসেন, আশরাফ হোসেন, আব্দুল মান্নান, আব্দুল বারী, হারুন ও  আবুল হাশেমকে পলাতক দেখিয়ে এ মামলার বিচার কাজ চলে।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বিরোধিতায় হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট ও গুমের মত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এই আট আসামির বিরুদ্ধে। যুদ্ধাপরাধের পাঁচ অভিযোগে গত বছর ২৬শে অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই আটজনের বিচার শুরু করে ট্রাইব্যুনাল।