এরদোগানের নির্দেশে তুরস্কজুড়ে যুদ্ধবিমানের টহল
ডেস্ক: গোটা তুরস্কজুড়ে এফ-১৬ যুদ্ধ বিমানের টহল দেয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। সেনাবাহিনীর একটি অংশের অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হওয়ার দুদিন পর রবিবার এ ঘোষণা দেন তিনি।
ইতোমধ্যে প্রেসিডেন্টের নির্দেশে এই সামরিক যুদ্ধ বিমানের টহল শুরু হয়েছে। তুরস্কের আকাশ সীমার নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার রাতে অভ্যুত্থানের চেষ্টাকালে বিদ্রোহী সেনাসদস্যরা তুরস্কের আকাশজুড়ে এই এফ-১৬ যুদ্ধ বিমানের টহল দিতে শুরু করে।
এমনকি শুক্রবার রাতে তুরস্কের প্রেসিডেন্ট প্যালেস এবং শনিবার সকালে দেশটির পার্লামেন্ট ভবনে বিমানের হামলা করে তারা।
এছাড়া শুক্রবার রাতে টিভি চ্যানেল সিএনএন তুর্কে প্রেসিডেন্ট এরদোগান মোবাইল ফোনে ভিডিও বার্তায় জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছে সংবাদ সম্মেলন করেন তখনো তার মাথার উপরে চক্কর দিচ্ছিল বিদ্রোহীদের সামরিক বিমান।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যর্থ এই অভ্যুত্থান চেষ্টায় অন্তত ২৬৫ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ১৬১ জন গণতন্ত্রপন্থী নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক। নিহত বাকিরা অভ্যুত্থানকারী। আহত হয়েছেন ১,৪৪০ জন।
গ্রেপ্তার হয়েছেন উর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ ২৮৩৯ সেনাসদস্য।