টঙ্গীর কারখানায় আরও দুই লাশ, মালিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা: আগুনে ধসে পড়া টঙ্গীর ট‌্যাম্পাকো প‌্যাকেজিং কারখানা থেকে আরও দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ‌্যা ৩১ জনে দাঁড়াল। পবিত্র কোরবানির আগে অগ্নিকাণ্ডে এমন প্রাণহানির ঘটনায় কারখানাটির মালিকসহ আট কর্মকর্তাকে আসামি করে একটি মামলা হয়েছে।

নিহত শ্রমিক মোহাম্মদ হোসাইন জুয়েলের বাবা আব্দুল কাদের পাটোয়ারী রোববার রাতে এই মামলাটি করেন বলে টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানিয়েছেন।

শনিবার ট‌্যাম্পাকো ফয়েলসে বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ২৪ জন নিহত হন। রোববার হাসপাতালে মারা যান একজন। আর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় চারটি লাশ।

সোমবার সকালে ধ্বংসস্তূপ থেকে আরও দুজনের লাশ উদ্ধারের কথা জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান।

সর্বশেষ উদ্ধার দুটি লাশের পরিচয় জানা যায়নি। এরা নিখোঁজদের তালিকার কি না, তা নিশ্চিত করতে পারেননি আক্তারুজ্জামান।

সারাদিন চেষ্টার পর শনিবার গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে নানা স্থানে জ্বলছিল। রোববার বিকালে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করা হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, “সকালে সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করেছে।”

এর আগে রোববার রাতে লেফটেন্যান্ট কর্নেল সফিউল আজমের নেতৃত্বে সেনাসদস্যরা ঘটনাস্থল রেকি করেন।