‘বন্দুকযুদ্ধ’ আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা: মেনন
ঢাকা: ‘বন্দুকযুদ্ধ’কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, “প্রতিদিনই দেখা যাচ্ছে, ‘ক্রসফায়ারে’ সন্ত্রাসবাদী নিহত হচ্ছে। এই ‘ক্রসফায়ার’ সন্ত্রাসবাদ সমস্যার সমাধান নয়। এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা ও দুর্বলতা।”
মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী।
সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পর্কে মেনন বলেন, “এবারের ইউপি নির্বাচন সে ঐতিহ্য ধ্বংস করেছে। আর নির্বাচন কমিশন বসে বসে সেই ধ্বংসযজ্ঞ দেখেছে।”
নির্বাচন কমিশন পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করে মেনন বলেন, “নির্বাচনব্যবস্থা পুনর্গঠন করা না গেলে গণতন্ত্র বিপন্ন হবে। সব অর্জন ব্যর্থ হবে।”
রাশেদ খান মেনন বলেন, “দেশে আইএস নেই, তবে তাদের অনুগামী রয়েছে। তারাই গুপ্তহত্যা চালাচ্ছে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে সাম্প্রদায়িকতা ঢুকেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “প্রশাসনের মধ্যেও এর ছাপ পড়েছে।”