বগুড়ায় অভিযান : জঙ্গি আস্তানার সন্ধান

বগুড়া : যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে বগুড়ার সারিয়াকান্দি চরাঞ্চালে সন্ত্রাসী আস্তানার সন্ধান মিলেছে। সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করে বগুড়া র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার মেজর মোছাদ্দেক।

তিনি বলেন, সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চল ঘাঘুয়া, জামফল, পাঁচবাড়িয়া, ট্যাংরাকুড়া, সনপচা, কাজলা ও জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পাকরুল নামক চরে জঙ্গিবিরোধী এ অভিযান চালায় যৌথবাহিনী।

তিনি জানান, যমুনার দুর্গম এসব চরাঞ্চলে সন্ত্রাসীরা তাদের প্রশিক্ষণ ক্যাম্প গড়ে তোলে। যৌথবাহিনীর এ বিশেষ অভিযানে ওইসব প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে কাউকে আটকের বিষয়টি তিনি নিশ্চত করেননি।

সাংবাদিকদের ব্রিফিংকালে র‌্যাব-৫ (রাজশাহী) এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম সাংবাদিকদের জানান, কিছু সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাবের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়। এখনো কোনো সন্ত্রাসবাদী সন্দেহভাজন কাউকে আটক করা হয়নি। সন্ত্রাসীদের কোনো আস্তানারও সন্ধান পাওয়া যায়নি। তবে সন্ত্রাসীদের সম্পর্কে নতুন কিছু তথ্য পাওয়া গেছে।