বিচারককে তিন কোটি টাকা ঘুষ দিয়েছিলো তারেক : শেখ সেলিম
ঢাকা: বিচারিক আদালতের বিচারক মোতাহার হোসেনকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিন কোটি টাকা ঘুষ দিয়েছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। আজ শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ দাবি করেন।
অর্থ পাচার মামলায় বিচারিক আদালতে তারেক রহমানের খালাস পাওয়া প্রসঙ্গে শেখ সেলিম বলেন, ‘খালেদার ছেলে তারেক জিয়া চুরি করে টাকা পাচার করে দেশের বাইরে নিয়ে গেছে। বিচারের সময় উনি মোতাহার নামের এক বিচারককে তিন কোটি টাকা ঘুষ দিয়ে তাকে বাঁচানোর জন্য অনুরোধ করেছিলেন। রায়ের দিনই তিনি পালিয়ে গেছেন কারণ, তিনি জানেন নিম্ন আদালত যে রায় দিয়েছে, তা ঠিকমতো দেন নাই।’
এ সময় সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্য ইতিমধ্যে হয়ে গেছে উল্লেখ করে শেখ সেলিম বলেন, ‘যারা দুই শতাধিক মানুষ পোড়ায় মারছে, তাদের সঙ্গে কিসের ঐক্য? জনগণের মধ্যে ইতিমধ্যে ঐক্য হয়ে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাসবাদ নির্মূল করব।’