সুপ্রিম কোর্টে বিনা পয়সায় ২১৯ মামলার নিষ্পত্তি

ঢাকা: বিনা পয়সায় ও সরকারি খরচে গড়ে প্রতি মাসে ২৯ জনকে মামলায় আইনি সহায়তা এবং ৪৭ জনকে আইনি পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি।

গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত লিগ্যাল এইড কমিটির করা এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দেখা গেছে, জেল, ফৌজদারি, দেওয়ানি ও লিভ টু আপিল এবং দেওয়ানি ও ফৌজদারি রিভিশনসহ রিট পিটিশন নিয়ে ২০১৬ সালের আবেদন পড়েছে ৫০০টি।

এর মধ্যে ৪৩৭ মামলাটি পরিচালনার জন্য গ্রহণ করেন লিগ্যাল এইড কমিটি। সেগুলোর মধ্যে ২১৯টি মামলার নিষ্পত্তি হয়েছে।

এছাড়া ২০১৬ সালে ৭০৪ জনকে মৌখিক পরামর্শ দিয়েছেন লিগ্যাল এইড কমিটি। এর মধ্যে ৪৬৭ জন পুরুষ এবং ২৩৭ জন নারী রয়েছেন।

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে অসহায় দরিদ্ররা বিনামূল্যে মামলা পরিচালনার সুযোগ পাচ্ছেন। সাধারণ মানুষের মধ্যে ধারণা ছিল যে, উচ্চ আদালতে অনেক বেশি টাকা ছাড়া মামলা করার সুযোগ নেই। সে ধারণা পাল্টে দিয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির কার্যক্রম ।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ বলেন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি আগামীতে আরো বেশি সেবা দিতে পারবেন।