‘দেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে সন্ত্রাসবাদের কথা বলা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক: ‘বাংলাদেশকে আন্তর্জাতি যুদ্ধক্ষেত্র পরিণত করতে সন্ত্রাসবাদ, উগ্রবাদ ও সন্ত্রাসের কথা বলা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ‘সন্ত্রাসবাদ প্রতিরোধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, তখন তারেক রহমানের বিরুদ্ধে এই রায়। অর্থাৎ তারা কোনো জাতীয় ঐক্যে বিশ্বাস করেন না। এই সন্ত্রাস-উগ্রবাদকে তারাই মদদ দিচ্ছে। এই জন্য তারা তারেক রহমানের বিরুদ্ধে রায় দিয়েছে, হাজার হাজার নিরীহ মানুষকে গ্রেপ্তার করছে।’

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘দলকে সংগঠিত করতে হবে। পারস্পরিক ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে।’