বন্ধ হয়ে যাচ্ছে সিটিসেল, ১৬ আগষ্ট পর্যন্ত সময় পাবেন গ্রাহকরা

ঢাকা: বারবার নোটিশ দেয়ার পরও তরঙ্গ নবায়ন ফি পরিশোধ না করায় মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেলের লাইসেন্স বাতিল করতে যাচ্ছে বিটিআরসি।

রোববার বিটিআরসি থেকে সিটিসেলের গ্রাহকদের উদ্দেশে প্রচারিত এক নোটিশে এমন ইঙ্গিত দেয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সিটিসেল কর্তৃপক্ষ তরঙ্গ নবায়নের দ্বিতীয় ও তৃতীয় কিস্তির টাকা নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও পরিশোধ করেনি। তাদের কাছে সরকারের পাওনা ৪৭৭.৫১ কোটি টাকা। এমতাবস্থায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিটিআরসি এখন তাদের বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা নিতে পারে।

নোটিশে গ্রাহকদের প্রতি বলা হয়েছে, বিকল্প সেবা গ্রহণের জন্য (অপারেটর পরিবর্তন) আগামী ১৬ আগস্ট পর্যন্ত সময় পাবেন সিটিসেলের গ্রাহকরা।