চার দিনের রাষ্ট্রীয় সফরে জার্মানিতে প্রধানমন্ত্রী
ঢাকা: চার দিনের রাষ্ট্রীয় সফরে জার্মানি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাত পৌনে দশটায় ঢাকা থেকে রওয়ানা হয়ে বাংলাদেশ সময় আজ সকাল ১১টায় জার্মানি পৌঁছান তিনি।
হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সিনিয়র মন্ত্রী, তিন বাহিনী প্রধান ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। চারদিনের এ সফরে “ক্লাইমেট সিকিউরিটি কনফারেন্সে” অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এছাড়া জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আগামী ১৯ ফেব্রুয়ারি তার দেশে ফিরে আসার কথা রয়েছে।