এক রোহিঙ্গা শিশুর কথা শুনলেন, মাথায় হাত বুলালেন শেখ হাসিনা
কক্সবাজার: রোহিঙ্গা শিশু আনাস মিয়া। চোখের সামনেই মিয়ানমার সেনাবাহিনীর গুলিতে মা-বাবাকে প্রাণ হারাতে দেখেছে শিশুটি। তিন ভাই-বোনও নিহত হয়েছে বলে শুনেছে সে। গুলি লাগে আনাসেরও হাত, পা ও নাকে। তবে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ায় সে যাত্রা প্রাণে বেঁচে যায় আনাস মিয়া। পরে এলাকার অন্য রোহিঙ্গাদের সঙ্গে সীমান্ত পেরিয়ে এসে তার ঠাঁই হয়েছে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে। এখানেই গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয় সব হারানো এই শিশুটির।
মঙ্গলবার রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শনে কুতুপালং যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় আনাসের। তিনি আহত শিশুটির গায়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন।
প্রধানমন্ত্রীর দেখা পেয়ে আবেগ আপ্লুত হয় সব হারানো শিশুটি। সে বলে, ‘আমি বাংলাদেশের রাজার দেখা পেয়েছি। তার সঙ্গে কথা বলেছি। আমি খুবই খুশি।’ দুঃসহ অভিজ্ঞতা পেছনে রেখে খুশিতে ঝলমল শিশুটি বলে, ‘জীবনেও ভাবিনি একজন রাজার সঙ্গে কথা বলবো।’ প্রধানমন্ত্রী কী বলেছেন জানতে চাইলে আনাস বলে, ‘‘তিনি আমার মাথায় হাত বুলিয়ে বলেছেন, ‘তুমি কোথায় ব্যথা পেয়েছ?’ আমি বলেছি, আমার হাতে, পায়ে ও নাকে গুলি লেগেছে। না খেয়ে থেকে অনেক কষ্ট পেয়েছি।’’ আনাছ জানায়, প্রধানমন্ত্রী তাকে বলেছে, ‘ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবে।’ তিনি তাকে আরও বলেন, ‘তুমি এতিম। আমরাও তো এতিম।’
আনাসের সঙ্গে কথা বলার সময় পাশেই ছিলেন আরেক রোহিঙ্গা পুরুষ ইসহাক। তিনি জানান, আনাসকে আদর করার পর উপস্থিত রোহিঙ্গাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা চিন্তা করো না। আমরা চেষ্টা করছি, নিরাপদে তোমাদের নিজ দেশে ফেরত পাঠাতে।’