পবিত্র লাইলাতুল কদর জন্য মহান আল্লাহর রহমতের এক অনন্য নিদর্শন : রাষ্ট্রপতি

ঢাকা: রাষ্ট্রপতি মুহম্মদ আবদুল হামিদ বলেছেন, লাইলাতুল কদর মুসলমানদের জন্য মহান আল্লাহ তায়ালার রহমতের এক অনন্য নিদর্শন।

তিনি বলেন, ‘হাজার মাসের চেয়েও উত্তম’ পবিত্র লাইলাতুল কদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় এক রজনী।

আগামীকাল শনিবার দিবাগত রাতে সম্ভাব্য পবিত্র শবে ক্বদর উপলক্ষে আজ দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

মহিমান্বিত এ রজনী উপলক্ষে রাষ্ট্রপতি বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, পবিত্র ধর্ম গ্রন্থ আল কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছে।

আল্লাহ তা’য়ালা বলেছেন, ‘আমি কদর রাতে কোরআন নাযিল করেছি’।
মুসলিম উম্মাহ’র নিকট কদরের গুরুত্ব ও ফজিলত এ কারণেই অত্যধিক উল্লেখ করে তিনি বলেন, আমাদের ক্ষণস্থায়ী জীবনে হাজার মাসের চেয়েও বেশি ইবাদতের নেকি লাভের সুযোগ এনে দেয় এ রাত।

মহান আল্লাহ্ রাব্বুল আলামিন পবিত্র লাইলাতুল কদরের অশেষ রহমত, বরকত ও ফজিলত দ্বারা আমাদের সকলের জীবনকে পরিপূর্ণ করে দিক রাষ্ট্রপতি এই দোয়া করে বলেন, মহান আল্লাহ্ আমাদের কদরের পূর্ণ ছওয়াব এবং আমাদের ইহকাল ও পরকালের মঙ্গলময় ফয়সালা দান করুন।