রাজধানীর পাইকারি বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী

ঢাকা: গেল কয়েক সপ্তাহ ধরেই রাজধানীর পাইকারি চালের বাজারে নেই তেমন কোনো স্বস্তির খবর। আবারো রাজধানীর পাইকারি বাজারে প্রায় সবধরনের চালের দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, কিছুটা নিরুপায় হয়ে আড়ৎদারদের বেঁধে দেয়া বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে তাদের।

ভরা মৌসুমে নাজিরশাইল চাল আগের দামেই মানভেদে কেজিতে ৪৯ থেকে ৫২ টাকায় বিক্রি হলেও দেড় থেকে দুই টাকা বেশি দামে মিনিকেট ৪৯ টাকা, পায়জাম ৩৬ টাকা এবং মানভেদে আটাশ চাল বিক্রি হচ্ছে কেজিতে ৩৮ থেকে ৪০ টাকায়।

তবে কিছুটা স্বস্তি ফিরেছে আদা, রসুন ও আলুর দামে। আর স্থিতিশীল রয়েছে পেঁয়াজের দাম।

এদিকে মসলার বাজারে হঠাৎ করেই বেড়েছে এলাচ, দারুচিনি ও লবঙ্গের দাম।