সাঁড়াশি অভিযান অব্যাহত, জেএমবিসহ আটক ৫ হাজার

ঢাকা: জঙ্গি দমনের জন্য শুক্রবার থেকে পুলিশের যে বিশেষ অভিযান শুরু হয়েছে তাতে এখন পর্যন্ত পাঁচ হাজারের অধিক মানুষকে আটক করা হয়েছে।

রোববার পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে জঙ্গি সন্দেহে ৪৮ জনকে আটক করা হয়।

আর এ নিয়ে পুলিশের অভিযানে আটককৃত অভিযুক্ত জঙ্গির সংখ্যা দাড়ালো ৮৫ জনে।

এর আগে শনিবার পর্যন্ত পুলিশ জঙ্গি সন্দেহে ৩৭ জনকে আটক করে।

সারা দেশে শুক্রবার শুরু হওয়া অভিযানের প্রথম দিনেই অন্তত নয়শোজনকে আটক করা হয়। শনিবার যে সংখ্যা ছিল তিন হাজার ১৯২ জন।

তবে রোববার পুলিশের এক বিবৃতিতে বলা হয়, অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত আটকের সংখ্যা পাঁচ হাজারের অধিক।

পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহছান জানিয়েছেন, সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে সারা দেশে ২ হাজার ১৩২ জনকে গ্রেফতার করেছে।

শনিবার যে সংখ্যা ছিল তিন হাজার ১৯২ জন। সব নিয়ে আটকের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশ ২৮জনে।