র‌্যাবের নিখাঁজদের সংশোধিত তালিকায় ২৬১ থেকে ৬৮

ঢাকা: সন্ত্রাসবাদে সম্পৃক্ততার সন্দেহে সারাদেশে ২৬১ জন নিখোঁজদের তালিকা প্রস্তুত করে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। গত ২০ জুলাই ২০১৬ তারিখে র‍্যাবের ফেইসবুক পেইজে ২৬১ জন নিখোঁজ ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়। উক্ত তালিকা প্রকাশের পর অনেক নিখোঁজ ব্যক্তিবর্গ তাদের পরিবারের কাছে ফিরে এসেছেন বলে তথ্যে পাওয়া যায়। দেশব্যাপি র‍্যাব কর্তৃক সর্বশেষ অনুসন্ধান ও তদন্ত করে অদ্যবধি ৬৮ জন নিখোঁজ ব্যক্তির (বয়স ১৫-৪০ বছর পর্যন্ত) হালনাগাদ তথ্য পাওয়া যায়।

র‌্যাবের অফিসিয়াল ফেসবুক পেইজে বলা হয়, র‍্যাব কর্তৃক এই তালিকা হালনাগাদের কাজ একটি চলমান প্রক্রিয়া। এই তালিকা প্রকাশের পর কোন ব্যক্তি যদি পরিবারের কাছে ফিরে আসে অথবা উক্ত তালিকার বাহিরে যদি কারো কাছে কোন নিখোঁজ ব্যক্তির সন্ধান থাকে তাহলে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

rab missling list

নিখোঁজদের সংশোধিত তালিকা: এখানে ক্লিক করুন