এসপির স্ত্রী হত্যায় ‘জঙ্গি গোষ্ঠী’ জড়িত কিনা খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবান: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যার সাথে জঙ্গিদের কোনো সংশ্লিষ্ঠতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু এসপি বাবুল আক্তার জঙ্গিদের বিরুদ্ধে কাজ করেছেন তার স্ত্রী হত্যায় জঙ্গিদের সংশ্লিষ্টতা থাকতেও পারে। তবে যেসব কর্মকর্তা জঙ্গি দমনে কাজ করছে তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তায় সরকার বিশেষ ব্যবস্থা নেয়া হবে।”
রোববার চট্রগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জত বিজিবির ট্রেনিং সেন্টারে ৮৮তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার শফিক, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার, ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, সাতকানিয়ার সংসদ সদস্য অধ্যাপক আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভী, চন্দনাইশ এলাকার সংসদ সদস্য নজরল ইসলাম চৌধুরী প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পার্বত্য চট্রগ্রামের দুর্গম এলাকার ক্যাম্পগুলোতে সহজে যাতায়াতের জন্য বিজিবিকে হেলিকাপ্টার দেয়া হয়েছে। এখন আগের চাইতে আরো দ্রত সীমান্ত নিরাপতাতায় বিজিবির সদস্যরা কাজ করতে পারবে।”
বায়তুল ইজ্জত বিজিবির ট্রেনিং সেন্টারে পরে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবির নতুন এভিয়েশন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বাইতুল ইজ্জত বিজিবির ট্রেনিং সেন্টার থেকে বিজিবির হেলিকাপ্টার পরিচালনা করা হবে।