৭০ কোটি পাউন্ড ঋণ নিয়ে ধসে পড়ল পামার অ্যান্ড হার্ভি

ডেস্ক: তীব্র লোকসানের মুখে ধসে পড়েছে ব্রিটিশ গ্রোসারি হোলসেলার কোম্পানি পামার অ্যান্ড হার্ভি। গত নভেম্বরে বন্ধ হয়ে যাওয়ার সময় কোম্পানিটির ঋণের পরিমাণ ছিল ৭০ কোটি পাউন্ডের (প্রায় ৯৮ কোটি ৬৭ লাখ ডলার) বেশি। গত মঙ্গলবার প্রকাশিত এক নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। খবর গার্ডিয়ান।

টেসকো, সেইনসবারি’স ও কস্টকাটার চেইনসহ ৯০ হাজার মুদি দোকানে পণ্য সরবরাহ করত ব্রিটিশ কোম্পানিটি। নভেম্বরে বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রায় ৩ হাজার ছাঁটাই করে পামার অ্যান্ড হার্ভি। প্রাইসওয়াটারহাউজকুপারসের হালনাগাদ প্রতিবেদন অনুসারে, ধসে পড়ার সময় কোম্পানির কাছে সরবরাহকারীদের পাওনা ছিল ৪৫ কোটি ৩০ লাখ পাউন্ড (প্রায় ৬৩ কোটি ৮৮ লাখ ডলার)। এছাড়া তামাক কোম্পানি ইম্পেরিয়াল ব্র্যান্ডস ও জাপান টোব্যাকোর কাছে ৬ কোটি ৬০ লাখ পাউন্ড (প্রায় ৯ কোটি ৩০ লাখ ডলার) এবং বার্কলেসের নেতৃত্বাধীন ব্যাংকগুলোর কাছে ১৮ কোটি ৭০ লাখ পাউন্ড (প্রায় ২৬ কোটি ৩৬ লাখ ডলার) ঋণ রয়েছে।

প্রতিবেদন অনুসারে, ২০১৭ সালের ৮ এপ্রিল পর্যন্ত ব্রিটিশ কোম্পানিটির লোকসানের পরিমাণ দ্বিগুণের বেশি বেড়ে ৬ কোটি ৩৮ লাখ পাউন্ডে (প্রায় ৯ কোটি ডলার) দাঁড়ায়। যার কারণে গত বছরের শুরুর দিকে কোম্পানিটি তারল্য সংকটে পড়ে। এর আগের বছর পামার অ্যান্ড হার্ভির লোকসানের পরিমাণ ছিল ২ কোটি ৮৫ লাখ পাউন্ড (৪ কোটি ডলার)।