কল্যাণপুরে নিহত অর্ক গুলশানে নিহত সন্ত্রাসী নিবরাসের ঘনিষ্ঠ বন্ধু

ঢাকা: রাজধানীর গুলশানে যৌথবাহিনীর অভিযানে নিহত সন্ত্রাসী নিবরাস ইসলাম ও  কল্যাণপুরে ‘সন্ত্রাসী আস্তানায়’ গোলাগুলিতে নিহত সন্ত্রাসী সেজাদ রউফ মরক্কো ওরফে অর্ক ঘনিষ্ঠ বন্ধু ছিল। তারা উভয়েই নর্থ সাউথ বিশ্বিবদ্যালয়ের ছাত্র।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত কল্যাণপুরে সন্ত্রাসী আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। এদের মধ্যে এখন পর্যন্ত তিনজনের পরিচয় পাওয়া গেছে। অর্ক ওই ৩ জনের মধ্যে একজন। র‌্যাবের নিখোঁজের তালিকায় তার নাম দুই নম্বরে রয়েছে।
মাসুদুর রহমান জানান, সেজাদ রউফ মরক্কো নর্থ সাউথ বিশ্বিবদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী। গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় যৌথবাহিনীর অভিযানে নিহত নিব্রাসের ঘনিষ্ঠ বন্ধু ছিল অর্ক। অর্ক দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। তার বাসা  রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় (বাসা -৩০৪, রোড -১০, ব্লক-সি)। বাবার নাম তৌহিদ রউফ। ভাটারা থানায় নিখোঁজের ব্যাপারে একটি জিডি করে তার পরিবার। জিডি নম্বর-৩৯২।