পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে ভূমিকম্পের শিকার উত্তর কোরিয়া

ডেস্ক: ধারণা করা হচ্ছে ষষ্ঠবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পরপর দুইবার ভূকম্পন হয়েছে দেশটিতে।

প্রথমবার ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। পরের বার তা বেড়ে হয় ৬.৩। যেখান থেকে ভূমিকম্পের উৎপত্তি সেই অঞ্চলেই পারমাণবিক পরীক্ষা-নিরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

জাপানের পররাষ্ট্র মন্ত্রী তারো কুনো এনএইচকে টেলিভিশন চ্যানেলে প্রচারিত একটি বিবৃতিতে বলেছেন, উত্তর কোরিয়ার নতুন পারমাণবিক পরীক্ষার ব্যাপারে তারা নিশ্চিত। চীনও জানিয়েছে, বিস্ফোরণের কারণেই ভূকম্পন অনুভূত হয়েছে।

পরীক্ষার স্থলে তেজস্ক্রিয়তা পরীক্ষা করতে তিনটি মিলিটারি জেট পাঠেয়েছে জাপান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইটসনুরি অনুদেরা এ তথ্য দিয়েছেন। সূত্র : সিএনবিসি