আয়করের পরিবর্তে যাকাত ভিত্তিক রাষ্ট্রীয় অর্থনীতি চালু করার দাবি

ঢাকা: আয়করের পরিবর্তে জাকাতকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনের  সাধারণ সম্পাদক মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ এ দাবি জানান ।

তিনি বলেন, আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে জাকাতের নামে লোক দেখানো ঘোষণা ও ভীড় এবং নিম্নমানের কাপড় বিতরণ নিষিদ্ধ করতে হবে। আয়করের পরিবর্তে জাকাতকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করে বর্তমান বাজেটের চেয়েও বেশি প্রায় দেড় লাখ কোটি টাকার সুফল দেশবাসীকে দিতে হবে।

রমজানে সরকারের পক্ষ থেকে মসজিদে  মসজিদে এবং ইফতারের সময় যানজটে আটকেপড়াদের মধ্যে ইফতারি  বিতরণেরও দাবি জানান তিনি।

এছাড়াও রমজানে পরীক্ষা বাতিল ও এ মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানান ওলামালীগ নেতৃবৃন্দ।

মানববন্ধনে আরো বক্তব্য দেন, আওয়ামী ওলামা লীগের কার্যকরী সভাপতি মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, লাদেশ এতিমখানা কল্যান সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী প্রমুখ।