বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : পলক

নাটোর: শেখ হাসিনার সরকার কৃষকের সরকার। এই সরকার কৃষকদের উন্নয়নে কাজ করছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাংলাদেশে খাদ্য ঘাটতি ছিল। এখন সেই ঘাটতি নেই বরং দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

শনিবার (২৩ জুলাই) সকাল ৮টায় নাটোরের সিংড়া কোর্ট মাঠে ছয়দিনের ফলদ বৃক্ষ ও কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। অথচ একটি কুচক্রী মহল দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে নিরীহ মানুষকে হত্যা করছে, দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করছে।

দেশের জনসংখ্যা সাড়ে সাত কোটি থেকে ১৬ কোটিতে উন্নীত হয়েছে, এরপরও দেশে খাদ্য ঘাটতি নেই। দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, বলেন প্রতিমন্ত্রী।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেমন্ত হেনরী কুবির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরো বলেন, সিংড়ায় ৭০ হাজার কৃষকের নামে ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা হয়েছে। প্রায় ৬০ কিলোমিটার খাল খনন করায় এখানকার ফসলের উৎপাদন বেড়েছে। বিগত পাঁচ বছরে ১০ লাখ বৃক্ষ রোপণ করায় সিংড়া সবুজ শ্যামল হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান প্রমুখ।