নেপাল-চীন পানিবিদ্যুত চুক্তি স্বাক্ষর

নেপালের সঙ্গে গোপন বৈঠক চীনের

ডেস্ক: বোধিগন্ধকী পানিবিদ্যুত প্রকল্পের উন্নয়নে চীনের জিজোবা গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে নেপাল। দেশটির জ্বালানিমন্ত্রী জনার্দন শর্মা রোববার (৪ জুন) চীনা কোম্পানিটির সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করে।

১ হাজার ২০০ মেগাওয়াট উত্পাদন ক্ষমতাসম্পন্ন বোধীগন্ধকী প্রকল্পটি হতে যাচ্ছে নেপালের সবচে বড় পানিবিদ্যুত প্রকল্প। এ প্রকল্পে আনুমানিক খরচ পড়বে ২৫০ কোটি ডলার।

এ বিষয়ে চীনা কোম্পানিটির সঙ্গে পরে একটি আর্থিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছে নেপালের জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র দিনেশ কুমার ঘিমির।

সম্প্রতি চীনের সহায়তায় ৭৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুতকেন্দ্র নির্মাণ করেছে নেপাল।