চলে গেলেন বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মুহিতুল ইসলাম

ঢাকা: ধরাধাম থেকে চির বিদায় নিলেন বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এএফএম মুহিতুল ইসলাম। আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকের আইসিইউতে  চিকিৎসাধীন থাকাবস্থায় বেলা পৌনে তিনটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

বেশ কিছুদিন হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন মুহিতুল ইসলাম। চিকিৎসকরা জানান তিনি কিডনি, ফুসফুসের সংক্রামক  (নিউমোনিয়া) সহ মস্তিষ্কের রোগে ভুগছিলেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুহিতুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবাণীতে প্রেসিডেন্ট বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারে মুহিতুল ইসলামের সাহসী ভূমিকা বাঙালি জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। শোকবাণীতে প্রেসিডেন্ট মুহিতুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মুহিতুল ইসলামের মৃত্যুতে শোকবাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার মৃত্যুতে আমরা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিবারের প্রতি নিবেদিতপ্রাণ একজনকে হারালাম।

তিনি বলেন, ১৫ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের সময় তিনি ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ছিলেন। ঘাতকদের হাত থেকে বাঁচানোর জন্য শিশু শেখ রাসেলকে তিনি লুকিয়ে রেখেছিলেন। তার হাত থেকে কেড়ে নিয়ে ঘাতকরা শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে।

এদিকে মুহিতুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, আইনমন্ত্রী আনিসুল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রমুখ।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মুহিতুল ইসলাম কিডনির সমস্যা নিয়ে কিছুদিন আগে বিএসএমএমইউর নেফ্রোলজি বিভাগে ভর্তি হন। পরবর্তীতে তাকে হাসপাতালের কেবিন ব্লকের আইসিইউতে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়া হয়। সেখানে তার অবস্থার উন্নতি হলে কেবিনে নেয়া হয়। এরপর আবারও তার শারীরিক অবস্থার অবনতি হলে আবার তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে ১০ই আগস্ট থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি থাকার সময় তার রিসিপসনিস্ট কাম রেসিডেন্ট পিএ ছিলেন মুহিতুল। পঁচাত্তরের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু হতাকাণ্ডের সময় তিনি ধানমন্ডির ৩২ নম্বরের ওই বাড়িতেই ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ওই বছরের ২রা অক্টোবর বঙ্গবন্ধু হত্যা মামলা দায়ের করেন মুহিতুল ইসলাম। ১৯৯৮ সালের ৮ই নভেম্বর বিচারিক আদালত ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেয়।