এমপিওভুক্ত ৭২ মাদরাসার ৮৪ জন শিক্ষকের জাল সনদ চিহ্নিত

সারাদেশের ৭২টি মাদরাসার ৮৪ জন শিক্ষকের শিক্ষাগত ও নিবন্ধনের সনদ জাল বলে চিহ্নিত করেছে সরকার। বেতনের টাকা ফেরত দেয়ার নিদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদের বিরুদ্ধে মামলা দায়ের করার কথা ভাবছেন মন্ত্রণালয়।

তালিকাভুক্তদের মধ্যে  কিশোরগঞ্জের আলহাজ এমএ মান্নান মহিলা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক (গণিত) জাহাঙ্গীর আলমের নিবন্ধন সনদও জাল হিসেবে চিহ্নিত হয়েছে। তার কাছে এমপিওর ৭৫ হাজার ২৮৫ টাকা ফেরত নেয়ার কথা বলা হয়েছে। ফরিদপুরের শিয়ালদী আদর্শ আলিম মাদরাসার সহকারী শিক্ষক (কৃষি) হাসান মৃধা। যার ইনডেক্স নং-২০৩০৭২২। ওই শিক্ষকের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সনদ জাল। মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর তার কাছ থেকে এমপিও’র ১ লাখ ২৪ হাজার ৩৫৯ টাকা আদায়ের সুপারিশ করেছে। নেত্রকোনা গগড়া মোজাফফরপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক (শরীরচর্চা) সাখাওয়াত হোসেনও তালিকার অন্তর্ভুক্ত। অবশ্য তিনি এমপিওভুক্ত হতে পারেননি।

কিশোরগঞ্জের আহমাদু জুবাইদা ইসলামিয়া দাখিল মাদরাসার জুনিয়র মৌলভী শিক্ষক ফাতেমা আক্তারের শিক্ষক নিবন্ধনও জাল হিসেবে পেয়েছে নিরীক্ষা অধিদপ্তর। তার ইনডেক্স নং-২০৯২৩৭১। তার ক্ষেত্রে অধিদপ্তর বলেছে জুনিয়র মৌলভী পদে নিবন্ধন আবশ্যক ছিল না বিধায় টাকা ফেরতের আদেশ দেয়া হয়নি।

কিশোরগঞ্জের করিমগঞ্জের নিয়ামতপুর সিনিয়র আলিম মাদরাসার আরবির প্রভাষক মো. শাহজালালও এ তালিকায় রয়েছেন। তারও শিক্ষক নিবন্ধন জাল। তার ইনডেক্স নং-২০৩১৭৫৫। তার কাছ থেকে তিন লাখ বায়ান্ন হাজার ছয়শ’ পঁচিশ টাকা ফেরত নেয়ার কথা বলা হয়েছে। শেরপুর শ্রীবদীর ভায়াডাংগা এএম আলিম মাদরাসার সহকারী শিক্ষক (ধর্ম) মোফাজ্জল হকেরও নিবন্ধন জাল। তার ইনডেক্স নং-২০২৯৭৬৬। তার কাছ থেকে ১,৬৮,৮৭৫ টাকা ফেরত নেয়ার কথা বলা হয়েছে।

তালিকায় আরো যারা রয়েছেন তারা হলেন-ময়মনসিংহ গফরগাঁওয়ের যশরা আয়েশা হাসান দাখিল মাদরাসার ধর্ম শিক্ষক মো. আকরাম হোসেন, মানিকগঞ্জ শিবালয়ের কাজী শফিউদ্দিন দাখিল মাদরাসার এবতেদায়ী প্রধান অফিস সহকারী ইসহাক মিয়া, শেরপুর জরাকুড়া আশরাফিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক (কম্পিউটার) মাহবুবা সুলতানা, ময়মনসিংহের আল্লামা শাহ সূফী খাজা ছাইফুদ্দিন (রহ.) দাখিল মাদরাসার জুনিয়র শিক্ষক (ভাষা) নাজনিন সুলতানা, টাঙ্গাইল মধুপুরের সুনামগঞ্জ দাখিল মাদরাসার জুনিয়র শিক্ষক আশরাফুন্নাহার, ময়মনসিংহ হালুয়াঘাটের ধুরাইল জে. ইউ. আলিম মাদরাসার জুনিয়র শিক্ষক নাজমুন নাহার রীতা, হালুয়াঘাটের বনগ্রাম দাখিল মাদরাসার সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) নুরসুদা বেগম, ফরিদপুর খতমী আবু জাফর সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক শাহনাজ হাসান, মাদারীপুর খামারবাড়ী নেছারিয়া সিনিয়র মাদরাসার শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ আলী খান, ময়মনসিংহ কাচিনা কে. ইউ. ফাজিল মাদরাসার ইংরেজি প্রভাষক মুহাম্মদ রেজাউল করিম, ময়মনসিংহ গয়েশপুর দারুল উলূম ফাজিল মাদরাসার জুনিয়র শিক্ষক মৌলভী হাজেরা খাতুন, গাজীপুরের কাপাসিয়ার টোকনগর দারুল হাদিস আলিম মাদরাসার ইংরেজি প্রভাষক রুহুল আমীন, একই মাদরাসার বাংলার প্রভাষক আশরাফুল আলম,  সহকারী মৌলভী আবদুর রশীদ, সহকারী মৌলভী নাজমুন্নাহার। তাদের প্রত্যেকেরই বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের সনদ জাল। রাজবাড়ী তেঁতুলিয়া দারুসসালাম ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক (কম্পিউটার) জিয়াউর রহমানের বগুড়া জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির সনদ জাল।

একই অবস্থা রাজবাড়ীর শহীদ আবদুল হাকিম মহিলা মাদরাসার সহকারী শিক্ষক (কম্পিউটার) দাউদ আলী, জামতলা দাখিল মাদরাসার শিক্ষক আবদুল্লাহ আল মামুন, জামালপুর শেফালী মফিজ মহিলা আলিয়া মাদরাসার সহকারী শিক্ষক শফিউজ্জামান, টাঙ্গাইল দেলদুয়ারের সিংহরাগী আব্বাসীয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আবু বকর খান, ফরিদপুরের ভাবুকদিয়া ঠেনঠেনিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক সেলিনা সুলতানা, কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলা সদর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মেহার পারভীন, ফরিদপুর মধুখালী শাহ হাবীব আলিম মাদরাসার কম্পিউটার শিক্ষক তৌহিদুল ইসলাম। দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের বিএ অনার্স ইন ইসলামিক স্টাডিজ সনদ জাল পাওয়া গেছে কিশোরগঞ্জ পূর্ব চরপাড়তলা জালালউদ্দিন বালিকা দাখিল মাদরাসার শিক্ষক হুসাইন মোস্তফার। দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের এমএ ইন ইংরেজি ভাষা ও সাহিত্য সনদ জাল পাওয়া গেছে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের ধনিয়াকান্দি মাহমুদিয়া সিনিয়র মাদরাসার ইংরেজি প্রভাষক রায়হানা বেগমের। নায়েম একাডেমির সনদ জাল পাওয়া গেছে লক্ষ্মীপুর জয়পুর দাখিল মাদরাসা শিক্ষক মাইন উদ্দিন মজুমদারের।

শিক্ষক নিবন্ধন সনদ জাল এমন শিক্ষক হলেন গাইবান্ধার পলাশবাড়ী পাঁচপীরের দরগাহ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক (উদ্ভিদ) আবদুল কাইয়ুম, ঠাকুরগাঁও হরিপুরের আসলে উদ্দিন প্রধান সিনিয়র আলিম মাদরাসার বিজ্ঞানের শিক্ষক  আলমাস আলী, সিরাজগঞ্জের শাহজাদপুর হরিণাহাটা মহিলা দাখিল মাদরাসার শরীর চর্চা শিক্ষক মোশফেক ফারুকী, একই মাদরাসার কৃষিশিক্ষক  হাসান আলী, চাঁপাই নবাবগঞ্জ ভোলাহাটের আলমপুর দারুস সুন্নাত আলিম মাদরাসার কম্পিউটার প্রভাষক শাহজাহান আলী, রাজশাহী বাগমারার ইন্দ্রপুর দাখিল মাদরাসার কম্পিউটার শিক্ষক ইমরান আলী, দিনাজপুর বিরামপুরের মুকুন্দপুর ফাজিল মাদরাসার সহকারী মৌলভী বেগম রহিমা পারভীন, কুড়িগ্রাম সদরের চর হলোখানা এমদাদিয়া মাদরাসার শিক্ষক ইমতিয়াজ, নওগাঁর পত্নীতলার নজিপুর সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার শরীরচর্চা শিক্ষক মোছা. রেখা পারভীন, পাবনার ভাঙ্গুরার মাগুড়া দাখিল মাদরাসার বিজ্ঞান শিক্ষক গিয়াস উদ্দিন, লালমনিরহাট কালিগঞ্জের লতাবর একরামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সমাজ বিজ্ঞান শিক্ষক রেজিয়া খানম, চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর আলিনগর দারুল উলূম দাখিল মাদরাসার সহকারী মৌলভী এনামুল হক, লালমনিরহাট আদিতমারীর নামুড়ী দারুস সুন্নাত দাখিল মাদরাসার কম্পিউটার শিক্ষক রমজান আলী, রাজশাহী পবার তেঁতুলিয়া ডাংগা সায়েদুল উলূম দাখিল মাদরাসার কম্পিউটার শিক্ষক মোছা. শাহানারা ইয়াসমীন, কুড়িগ্রাম উলিপুরের কর্পুরা করিমিয়া ফাজিল মাদরাসার কম্পিউটার শিক্ষক মো. আবদুল ফাকের, নওগাঁ মহাদেবপুরের শালমারা ধামাইচ ইসলামিয়া সিদ্দিকিয়া দাখিল মাদরাসার শিক্ষক মনিরুজ্জামান, উল্লাপাড়া মহিলা দাখিল মাদরাসার শিক্ষক পারভীন আক্তার, জয়পুরহাট আক্কেলপুরের গুড়ুম্বা দারুস সুন্নাহ ফাজিল মাদরাসার শিক্ষক শাহজাহান আলী, ঠাকুরগাঁও বালিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার কম্পিউটার শিক্ষক রওশন আক্তার।

এছাড়া আরো যেসব শিক্ষক কালো তালিকায় রয়েছেন তারা হলেন- ঠাকুরগাঁও শোল্টগাড়ী আলিম মাদরাসার কম্পিউটার শিক্ষক জ্যোৎস্না বেগম, দিনাজপুর নবাবগঞ্জের বাজিতপুর দাখিল মাদরাসার শিক্ষক দিলরুক আক্তার, ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মধুপুর নয়াদিঘী এম রফিক আলিম মাদরাসার শরীরচর্চা শিক্ষক সাদেকুল ইসলাম, বরিশাল বাকেরগঞ্জের মাছুয়াখালী আরশেদিয়া দাখিল মাদরাসার কৃষিশিক্ষক আসমা আক্তার, একই মাদরাসার শরীরচর্চা শিক্ষক মো. ফারুক হোসেন, ভোলার দৌলতখানের দক্ষিণ জয়নগর হোসাইনিয়া ফাজিল মাদরাসার কৃষিশিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন, ঝিনাইদহ মহেশপুরের খালিসপুর দাখিল মাদরাসার শরীরচর্চা শিক্ষক মো. আমিনুর রহমান, বরিশালের বাকেরগঞ্জের দেউলী মোহাম্মদীয়া আলিম মাদরাসার এবতেদায়ী প্রধান তাহেরা বেগম, পটুয়াখালীর দুমকি উত্তর মুরাদিয়া বশিরিয়া দারুস সুন্নাত আলিম মাদরাসার সমাজ বিজ্ঞানের শিক্ষক নাহিদ আক্তার লিটি, কুষ্টিয়া বাহাদুরপুর দাখিল মাদরাসার এততেদীয়া প্রধান মাসুদ রানা, বরগুনা আমতলীর উত্তর কালামপুর হাতেমিয়া দাখিল মাদরাসার কৃষিশিক্ষক মো. আসাদুজ্জামান, যশোর অভয়নগরের পাথালিয়া সিদ্দিকিয়া দাখিল মাদরাসার কম্পিউটার শিক্ষক লিপিয়া খাতুন, ঝিনাইদহ শৈলকুপার পাঁচপাখিয়া ফাজিল মাদরাসার কম্পিউটার শিক্ষক আতাহার হোসেন, সাতক্ষীরা কলারোয়ার ছোট রাজনগর দাখিল মাদরাসার কম্পিউটার শিক্ষক আক্তারুজ্জামান, বরগুনা বেতাগীর দেশান্তরকাঠী দারুল রহমাত দাখিল মাদরাসার শিক্ষক মো. শাহীন, মেহেরপুর সদরের রাজনগর দাখিল মাদরাসার কম্পিউটার শিক্ষক কামরুন্নাহার সুলতানা, ভোলা দৌলতখানের জয়নগর ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক মাহবুবুর রহমান, ভোলা সদরের মৌলভীরহাট হোসাইনিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মো. সালাউদ্দিন, সাতক্ষীরা তালার আগোলঝাড়া দাখিল মাদরাসার কম্পিউটার শিক্ষক রুহুল আমিন গাজী ও বাগেরহাট মোড়েলগঞ্জের আমতলী ইসলামিয়া সিনিয়র মাদরাসার কম্পিউটার শিক্ষক তাওহীদুল ইসলাম।

– বিজ্ঞপ্তি