মিতু হত্যাকান্ড: এলাকাবাসীর সন্দেহের তীর নিকটস্থ মন্দিরের দিকে (ভিডিও)

ডেস্ক: এসপি বাবুলের স্ত্রী মিতু হত্যাকাণ্ডের পর খুনিরা পালিয়ে যাওয়ার ভিডিও খুব কাছ থেকে ভিডিও রেকর্ড হয়েছে হত্যাকান্ডের স্পটের খুব কাছে পার্শ্ববর্তী একটি কালী মন্দিরের সিসিটিভি ক্যামেরায়। কিন্তু রহস্যজনক কারণে ঘটনার দিন কালী মন্দিরের সিসিটিভি’র কোন ফুটেজ পাওয়া যায়নি। মন্দির কৃর্তপক্ষ জানিয়ে দিয়েছে, ক্যামেরায় ধারণকৃত ফুটেজ কম্পিউটারের মেমরিতে নেই।

এসপি বাবুলের স্ত্রী মিতু খুনের শিকার হন সকাল ৬:৩০ মিনিটে। যমুনা টিভির সাংবাদিকদের অনুসন্ধানে ধরা পড়ে  মন্দিরের কম্পিউটার থেকে ফুটেজ ডিলিট করার সময় সকাল ৯:২২। অর্থাৎ হত্যাকাণ্ডের ২ ঘণ্টা ৫২ মিনিট পর ফুটেজটি ডিলিট করা হয়।

স্থানীয় এলাকাবাসী জানান, মিতু হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় কঠোর নিরাপত্তা ছিলো। মন্দিরের বাইরে থেকে এসে কেউ মন্দিরে ভেতরে ঢুকে সিসিটিভি’র ফুটেজ মুছে দিবে, এটা স্বাভাবিক নয় বলে জানান স্থানীয়রা। তাই এলাকাবাসীর সন্দেহের তীর মন্দিরের দিকে। মন্দির কর্তৃপক্ষই তাদের সিসিটিভি ফুটেজ ডিলিট করেছে  কিনা এবং তাদের সাথে খুনিদের সরাসরি যোগাযোগ রয়েছে কিনা এমন প্রশ্ন স্থানীদের মাঝে।

যমুনা টিভির ভিডিও: