নিম্নমানের শাড়ি বিতরণ করে ক্যালেঙ্কারিতে তেলেঙ্গানা সরকার

ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের ‘বথুকাম্মা’ উৎসবকে সামনে রেখে ভারতের তেলেঙ্গানা রাজ্যের গরীব নারীদের শাড়ি দেয়ার একটি স্কিম চালু আছে। কিন্তু এবার এমন স্কিমের শাড়ি বিতরণ করে সরকারের মুখে চুল কালি পড়েছে।

বিনামূল্যে পাওয়া এসব শাড়ি ‘নিম্ন মানের’ বলে সেগুলো ফিরিয়ে দিচ্ছে নারীরা।

“এ শাড়ি চারদিনের বেশি টিকবে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে” শাড়ি হাতে নিয়ে বিবিসির তেলেগু সার্ভিসকে বলছিলো গঙ্গা।

যেসব নারী এসব শাড়ি পেয়েছে তারা বলছে সরকার যে ধরনের শাড়ি দেবার কথা ছিলো সে ধরনের শাড়ি এগুলো নয় এবং খুবই নিম্ন মানের শাড়ি তাদের দেয়া হচ্ছে।

আর সরকার এই শাড়ি কেনার প্রকল্পে এক কোটি শাড়ি কিনতে খরচ করেছে প্রায় ২২২ কোটি টাকা।

স্থানীয় ‘বথুকাম্মা’ উৎসব উপলক্ষে বিনামূল্যে শাড়ি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

যদিও ‘নিম্নমানের শাড়ি’র অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ বলছে এগুলো ভালো মানের শাড়ি।

তবে বিরোধী দলগুলো বলছে ‘শাড়ি কেলেঙ্কারির’ এই ঘটনা খতিয়ে দেখা উচিত। তারা বলছে, এভাবে শাড়ি ফিরিয়ে দেয়ার বিষয় প্রমাণ করে যে, সরকার প্রত্যেক শাড়ির জন্য যে অর্থ নির্ধারণ করেছে সে তুলনায় তারা কম খরচ করেছে।

এর আগে কর্তৃপক্ষ বলেছিল যে রাজ্যের হস্তশিল্পের কারিগরদের কাছ থেকেই শাড়ি কিনে এবার সেগুলো বিতরণ করা হবে। তবে সময়মতো সব শাড়ি পাওয়া যাবে না সেটা বুঝতে পেরে অন্য শাড়ি ক্রয়ের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

“তারা বলছে এগুলো হ্যান্ডলুম শাড়ি কিন্তু এগুলোতো তা নয়” পদ্মা নামের একজন বলছিলেন।

নারীরা যে ক্ষুব্ধ হয়ে শাড়ি পোড়াচ্ছে এবং বলছে ‘এসব সস্তা শাড়ি কে পড়বে’ সে ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।-বিবিসি