বুধবার জোট ও স্থায়ী কমিটির সাথে বসবেন খালেদা জিয়া

বিএনপি লোগো

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বুধবার রাতে ২০-দলীয় জোট ও দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক দুটি অনুষ্ঠিত হবে।

প্রথমে রাত আটটায় বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের বৈঠক হবে। ওই বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হবে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্ট জনদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

এর আগে আজ রাতে প্রথমে ২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে এবং পরে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।

আজকের ওই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জঙ্গিবাদ মোকাবিলা এবং জাতীয় ঐক্য সৃষ্টির ক্ষেত্রে বিএনপির করণীয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।