জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি নিউ ইয়র্কে

ডেস্ক: ইসলামী আন্দোলনের নামে সন্ত্রাসবাদে বিশ্বাসী জামায়াত-শিবিরকে বাংলাদেশে সন্ত্রাসবাদের ‘প্রধান হোতা’ অভিযুক্ত করে সংগঠন দু’টিকে দ্রুত নিষিদ্ধের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

মঙ্গলবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় হওয়া এ মানববন্ধনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন অভিযোগ করে বলেন, যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া মীর কাসেমকে বাঁচাতেই গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা হয়েছে।

“গুলশানে ও শোলাকিয়ার ঈদ জামাতে সন্ত্রাসী হামলার মূল উদ্দেশ্য ছিল বিদেশিদের জিম্মি করে মীর কাসেমকে মুক্ত করার।”

ওই পরিকল্পনা ‘ব্যর্থ’ হওয়ায় জামায়াত নেতারা ‘টাকার বস্তা নিয়ে’ প্রবাসে দেনদরবার করছেন বলেও মন্তব্য এ আওয়ামী লীগ নেতার।

“টাকার বস্তা নিয়ে দেন-দরবারে নেমেছে মীর কাসেমের পুত্রসহ নিউ ইয়র্কে বসবাসরত যুদ্ধাপরাধীর স্বজনরা। ১১ জুলাই তারা জামায়াতের নেতা ব্যারিস্টার রাজ্জাককে নিয়ে ম্যানহাটানের একটি হোটেলে বৈঠকও করেছেন। ওই বৈঠকে নেতৃস্থানীয় প্রবাসী, চিহ্নিত কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধিদের দিয়ে মার্কিন প্রশাসনে দেনদরবারের পরিকল্পনা করা হয়।”

নিউ ইয়র্কের যে গণমাধ্যম সাফাদি-জয় বৈঠকের ‘ষড়যন্ত্রমূলক খবর ছেপেছে’ তারাও এ ষড়যন্ত্রে যুক্ত বলে অভিযোগ হাসিবের।