এমপিদের ‘চোর’ বলে মন্ত্রীসভায় ‘ক্ষমা’ চাইলেন ইনু

ঢাকা: টিআর, কাবিখা প্রকল্পে বরাদ্দকৃত খাদ্যের অর্ধেক এমপি’রা চুরি করেন-এমন বক্তব্য দেয়ায় মন্ত্রীসভার বৈঠকে ক্ষমা চেয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

গতকাল রোববার রাজধানীতে ‘বাংলাদেশ সামিট: টেকসই উন্নয়ন ২০১৬’ শীর্ষক দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ইনু বলেন, “আমি তো এমপি আমি জানি, টিআর কীভাবে চুরি হয়। সরকার ৩০০ টন দেয়, এরমধ্যে এমপি সাহেব আগে দেড়শ টন চুরি করে নেয়। তারপর অন্যরা ভাগ করে। সব এমপি করে না। তবে এমপিরা করেন।”

এই বক্তব্য দেয়ায় রাতেই দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন ইনু। বলেন, তিনি নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে কথাটি বলেননি। অতীতের ধারাবাহিকতা বোঝাতে চেয়েছিলেন।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তথ্যমন্ত্রীর এই বক্তব্য উঠে আসে। দুইজন মন্ত্রী জানান, তথ্যমন্ত্রীর বক্তব্যে নাখোশ হয়েছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ধরনের বক্তব্য দেয়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘উনি (ইনু) সবাইকে চোর বানিয়েছেন। সবাই খেলে উনিও খেয়েছেন।’

একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মন্ত্রিসভার বৈঠকে একজন সদস্য বলেন, ‘আমরা এক ছটাকও টিআর-কাবিখার গম খাই না। এটা উনি বলতে পারেন না।’ জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি খালেদা জিয়া ও তারেক সম্পর্কে বলতে গিয়ে ওই কথা বেখেয়ালে বলে ফেলেছি।’

সঙ্গে সঙ্গে মন্ত্রিপরিষদের আরেক সদস্য বলেন, ‘কিসের বেখেয়াল? আপনি এটা বুঝে-শুনেই বলেছেন।’ এর পর ‘সরি’ বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বলেন, ‘আমি ক্ষমা চাই’।

একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তথ্যমন্ত্রী বৈঠকে বলেছেন, আমি জানতাম এই ধরনের কথা হবে। তাই আগেভাগেই বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করেছি।’