ভারত ‘গরিব দেশ’: স্ন্যাপচ্যাট প্রধান

ব্যবসায় বিস্তৃত করার ক্ষেত্রে ভারত এখনও অনেক গরিব দেশ বলে মন্তব্য করেছে ছবি-শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাট প্রধান ইভান স্পিগেল। টাইমস অফ ইন্ডিয়া।

এক মামলায় প্রতিষ্ঠানটির সাবেক এক কর্মী স্পিগেল-এর এমন মন্তব্যের কথা জানান। অ্যান্থনি পমপ্লিয়ানো নামের ওই কর্মীর ভাষ্যমতে, ২০১৫ সালে ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি নিয়ে এক বৈঠকে স্পিগেল বারবার বলেন, “এই অ্যাপ শুধু ধনীদের জন্য। আমি ভারত আর স্পেনের মতো গরিব দেশে ব্যবসায় বিস্তৃত করতে চাই না।”

পমপ্লিয়ানো’র এমন অভিযোগ প্রকাশ হওয়ার পর চলতি সপ্তাহের শুরুতে বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

এ দিকে স্পিগেল-এর এমন মন্তব্য নিয়ে আলোচনা শুরুর পর অ্যাপস্টোরে স্ন্যাপচ্যাটের রেটিং ‘পাঁচ তারকা’ থেকে ‘এক তারকা’য় চলে এসেছে বলে খবর প্রকাশ করেছে আইএএনএস। রোববার সকাল পর্যন্ত অ্যাপ স্টোরে অ্যাপটির বর্তমান সংস্করণ ‘এক তারকা’ আর অন্য সব সংস্করণ ‘দেড় তারকা’ রেটিংয়ে ছিল।

অ্যান্ড্রয়েড প্লে স্টোর-এ এর রেটিং ছিল ‘চার তারকা’।