বাঙালিদের জন্য আলাদা ‘বাঙালিস্থান’ গঠনের দাবি ভারতে

আলাদা ‘বাঙালিস্থান’ গঠনের দাবি

নিউজ ডেস্ক : আসামে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এ থেকে বাদ পড়েছে ১৯ লাখেরও বেশি মানুষের নাম। এতে চিন্তার ভাঁজ পড়েছে ত্রিপুরাবাসীর কপালেও। কারণ, এ রাজ্যেও এনআরসি চালুর জন্য সর্বোচ্চ আদালতে তিনটি মামলা রয়েছে। এসব মামলা বিচারাধীন, চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে তা এখনো বলা সম্ভব নয়। তবুও, আসামের ঘটনা দেখেই আতঙ্কিত হয়ে পড়েছেন ত্রিপুরার অনেক মানুষ। দাবি উঠছে, ভারতে বসবাসকারী বাঙালিদের জন্য আলাদা রাজ্য ‘বাঙালিস্থান’ গঠনেরও।

রাজ্যে এনআরসি নিয়ে প্রথম মামলাটি করেছেন ত্রিপুরা পিপলস ফ্রন্টের (টিপিএফ) সভানেত্রী পাতালকন্যা জমাতিয়া। দ্বিতীয় মামলা করেছেন তিনজন মিলে। তারা হলেন ত্রিপুরা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মা, আইএনপিটির সভাপতি বিজয় কুমার রাংখল ও রঞ্জিৎ দেববর্মা। তৃতীয় মামলা করা হয়েছে একটি এনজিওর তরফে।

এনআরসি নিয়ে কথা হয় নিত্যানন্দ দেবের সঙ্গে। ৩৫ বছরের এ যুবক একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। সে জানায়, তার দাদু রাজন্য আমলে ত্রিপুরায় এসে জায়গা কিনেছিলেন বলে বাবার মুখে শুনেছেন। দাদুর চার ছেলে। এরপর পরিবার ভাগ হয়েছে, কার কাছে জমির কাগজ রয়েছে বা আদৌ আছে কি-না, তা ঠিকভাবে বলা যায় না।

এসময় এক প্রৌঢ় এসে বলেছে, শুনেছি আসামে যারা কাগজপত্র দেখাতে পারেনি, তাদের ধরে ধরে একেকটি ক্যাম্পে রাখছে। যদি ত্রিপুরাতেও এনআরসি চালু হয়, তবে এখানেও তো এমন করবে!

ত্রিপুরার রাজনৈতিক দলগুলোর নেতারা এনআরসি নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন।

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি তাপস দে বলে, বিজেপি আগে ঠিক করুক, তারা কী করতে চাইছে। তাদের একেক নেতা একেক কথা বলছেন। দলটির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন, পর্যায়ক্রমে সারাদেশে এনআরসি চালু করা হবে। অথচ, ত্রিপুরা বিজেপির সভাপতি ও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলছেন, এ রাজ্যে এনআরসি চালু হবে না। আবার বিজেপি-শাসিত আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালও এনআরসি নিয়ে আগের অবস্থান থেকে সরে নরম সুরে কথা বলছেন। সে বলছেন, যাদের নাম এনআরসির তালিকায় নেই, তাদের এখনই চিন্তার কোনো কারণ নেই। তারা এর জন্য আবেদন করতে পারবেন।

তাপস দে আরও বলে, ভারতের অর্থনৈতিক অবস্থা প্রচণ্ড খারাপ। এ অবস্থায় বিজেপি তিন তালাক, কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, এনআরসির মতো অরাজনৈতিক ইস্যুগুলোকে রাজনৈতিক ইস্যু বানিয়ে মানুষের নজর ঘোরাতে চাইছে। জনগণ এসব ঠিকই বুঝতে পারছে। এসব করে তারা মানুষের নজর ঘোরাতে পারবে না।

এনআরসি নিয়ে সিপিআই(এম)-এর ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র করের ধারণা, এর মাধ্যমে বিজেপি আসামে জম্মু-কাশ্মীরের মতো পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এটা তারা রাজনৈতিক উদ্দেশ্যেই করছে বলে জানায় সে ।

শুরু থেকেই এনআরসির তীব্র বিরোধীতা করছে ‘আমরা বাঙালী’ দল। দলের ত্রিপুরা রাজ্য কমিটির সহ-সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলে, বাঙালিদের কোণঠাসা করার জন্য নানা সময় নানা চক্রান্ত হয়েছে। এনআরসি-ও এ চক্রান্তের একটি কৌশল। ভারতীয় সংবিধানে রয়েছে, নাগরিকত্ব পাওয়ার নানা পদ্ধতির মধ্যে কয়েকটি হলো- জন্মসূত্রে নাগরিকত্ব, অর্থাৎ ভারতে জন্ম হলে সে এদেশের নাগরিক হতে পারবেন। বিবাহসূত্রে নাগরিকত্ব, অর্থাৎ কোনো নারী বিদেশ থেকে এসে কোনো ভারতীয় নাগরিককে বিবাহ করলে সে ও ভারতের নাগরিকত্ব পাবেন। এমন আরও কিছু আইন রয়েছে। কিন্তু, এনআরসির জন্য এ আইনগুলো অস্বীকার করা হচ্ছে।

তার মতে, এ সমস্যা সমাধানের একটি পথ আছে। সেটি হলো- ভারতে বাঙালিদের জন্য আলাদা রাজ্য সৃষ্টি করা। গৌরাঙ্গ রুদ্রপাল বলে, এটি নতুন কিছু নয়। যেমন- নাগাদের জন্য নাগাল্যান্ড, পাঞ্জাবীদের জন্য পাঞ্জাব রাজ্য রয়েছে। তেমনি বাঙালিদের জন্য ‘বাঙালিস্থান’ পশ্চিমবঙ্গ সংলগ্ন যেকোনো এলাকায় করা যেতে পারে।

ত্রিপুরায় এনআরসি নিয়ে রাজ্যের শাসক দলের কী অভিমত জানতে চাইলে বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য বলেছে, এখানে এনআরসি চালু হবে কি-না, তা আদালতের বিষয়। এ নিয়ে সুপ্রিম কোর্ট যা রায় দেবেন, তা মেনে নেবে রাজ্য সরকার। আসামে এনআরসি চালুর জন্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন, সরকার সে নির্দেশ কার্যকর করছে মাত্র।