হকার উচ্ছেদের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বে না ডিএসসিসি

ঢাকা: রাজধানীকে যানজট মুক্ত করতে অফিস সময়ে ফুটপাতে হকার বসতে না দেওয়ার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিটি মেয়র সাঈদ খোকন এ কথা জানান।

তিনি বলেন, গত ১১ জানুয়ারি নগরভবনে হকার প্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলাপ করে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে- তা বহাল থাকবে।

“সাপ্তাহিক কর্মদিবসে সন্ধ্যা সাড়ে ৬টার আগে কাউকে ফুটপাত এবং সড়ক দখল করে বসতে দেওয়া হবে না। যান চলাচল ও পথচারী চলাচলে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে দেওয়া হবে না”।

সাঈদ খোকন বলেন, গুলিস্তান, মতিঝিল, পল্টন, জিরোপয়েন্ট, বায়তুল মোকাররম এলাকা যানজট মুক্ত রাখতে এদিন (রোববার) হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।