যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে বন্দুকধারী সনাক্ত, বন্ধ ঘোষণা

ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের অ্যান্ড্রুস বিমান ঘাঁটিতে সন্দেহভাজন বন্দুকধারী শনাক্ত হওয়ায় ঘাঁটিটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহৃত বিশেষ বিমান ‘এয়ার ওয়ান’ বন্ধ রাখা হয়। কঠোর নিরাপত্তা সত্ত্বেও সেখানে কীভাবে বন্দুকধারী ঢুকল, তা নিয়ে গুঞ্জন চলছে।

মার্কিন বিমান বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ডেরেক হোয়াইট জানিয়েছেন, ঘাঁটির ম্যালকন গ্রো মেডিক্যাল ফ্যাসিলিটির মধ্যে এক বন্দুকধারীকে শনাক্ত করা হয়েছে। ঘাঁটির কর্মকর্তাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

ঘাঁটির ভেতরে বন্দুক হামলার হমড়া চলার কথা ছিল। কিন্তু সে সময় খবর ছড়িয়ে পড়ে এক বন্দুকধারী হামলাকারী ঘাঁটিতে অবস্থান করছে।

জাতীয় নিরাপত্তামন্ত্রী জেহ জনসন জানিয়েছেন, ঘাঁটিতে যা ঘটছে, সে সম্পর্কে পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। এ ছাড়া আর কোনো তথ্য দেননি।

জয়েন্ট বেস অ্যান্ড্রুস নামের বিমানঘাঁটিতে গত মাসে এক নারী ঢুকে পড়েন। তিনি দাবি করেন, তার কাছে বোমা আছে। পরে ওই নারীকে ধরা হয় কিন্তু তার কাছে কোনো বিস্ফোরক ছিল না।