গুজরাটে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা ৮০ ছাড়িয়ে

ডেস্ক: ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখে ভারতের গুজরাট। মঙ্গলবার নতুন করে নয়জনের মরদেহ উদ্ধার হওয়ায় রাজ্যে মৃতের সংখ্যা ৮০ ছাড়িয়ে দাঁড়াল ৮৩তে।
বন্যা কবলিত এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ৩৬ হাজার বাসিন্দাকে। পরিস্থিতি সামলাতে একযোগে কাজ করছে বিপর্যয় মোকাবিলা দফতর ও সেনাবাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত অন্তত ১,৬০০ জনকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে সেনারা।
বন্যা পরিস্থিতির ফলে মুম্বাই-দিল্লি রুটের অন্তত ২০টি ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে পালানপুর, হিম্মতনগর, আহমেদাবাদ, মহসেনা রুটের প্রায় ৯১৫টি বাস চলাচল বন্ধ করেছে। বন্যার ফলে দৈনিক ৫-৬ কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে পরিবহণ দফতর। টাইমস অব ইন্ডিয়া।