গ্রিসের ঋণ মওকুফের বিপক্ষে অর্ধেক জার্মানবাসী

ডেস্ক: অর্থনৈতিক সংকটের মুখে থাকা গ্রিসের ঋণ মওকুফের বিষয়ে রাজি নয় প্রায় অর্ধেক জার্মানবাসী। এমনকি প্রতি ১০ জনের ৩ জন জার্মান নাগরিকই মনে করে ঋণগ্রস্থ দেশের ইউরো জোন থেকে বেরিয়ে যাওয়া উচিত। সম্প্রতি প্রকাশিত এক জরিপ প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

গ্রিসের ঋণ মওকুফের বিষয়ে চলমান আলোচনার মাঝে এ ইস্যুতে জার্মানবাসীর মনোভাব নিয়ে জরিপ চালায় দেশটির বিল্ড পত্রিকা। জুমুয়াবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত আইএনএসএ জরিপ প্রতিবেদন অনুযায়ী, গ্রিসের ঋণ মওকুফের বিপক্ষে জার্মান নাগরিকরা। তাদের মতে, ঋণ মওকুফের ঘটনা ইউরো জোনভুক্ত দেশের নাগরিকদের জন্য ভালো ফল বয়ে আনবে না।

জরিপে অংশ নেয়া ৪৬ দশমিক ৪ শতাংশ জার্মান নাগরিক ঋণ মওকুফের বিপক্ষে। অন্যদিকে ১৮ দশমিক ৪ শতাংশ জার্মান নাগরিক ঋণ মওকুফের পক্ষে মত দিয়েছে। অন্যদিকে ৯ দশমিক ১ শতাংশ এ বিষয়ে মত দেয়া থেকে বিরত আছেন।

এদিকে গ্রিস, ইউরো জোনভুক্ত দেশ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এ ইস্যুতে বৈঠকে বসতে একমত হয়েছে। তবে এজন্য গ্রিসকে ২০১৯ সালের মধ্যে অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিতে হয়েছে।

আইএমএফ প্রধান ক্রিস্টিনা লাগার্দের মতে, এ মুহূর্তে গ্রিসের ঋণ মওকুফের কোনো প্রযোজন নেই। দেশটি ঋণ পর্যালোচনা ও সুদের হার কমিয়ে এ সংকট মোকাবেলা করতে পারে এবং এটাই জরুরি।
আসছে সেপ্টেম্বরের ২৪ তারিখ জার্মানিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে শরণার্থী ইস্যুর পাশাপাশি গ্রিসের বেইলআউট ইস্যুটিও বেশ গুরুত্ব পাবে।