গুগলে I’m Feeling Lucky বাটনের কাজ কি?

আইটি ডেস্ক: আমরা যার ইন্টারনেট ব্যাবহার করি তারা অধিকাংশই গুগল ব্যাবহার করে থাকি। আর তাতে তো আমাদের সার্চ বাটন ব্যাবহার করতেই হয়। কিন্তু, এর পাশের একটি বাটন আছে ‘আই অ্যাম ফিলিং লাকি’ আসলে এর কাজটা কি? কত জনবা জানি।

এর হিসেব সারাসরি গুগলই দিচ্ছে তা সর্বচ্চো ১ শতাংশ। কি আবাক হলেন, না অবাক হওয়ার কিছু নেই। চলুন দেখি ওই রহস্যময় বাটনটির কাজ জেনে নেই।

এই বাট্‌নটি অনেকটা এটিএম-এর ফাস্ট ক্যাশ-এর মতো। আপনি যেটা খুঁজছেন, সরাসরি আপনাকে সেই সংক্রান্ত প্রথম ওয়েবপেজ-এ নিয়ে যায় এই বাট্‌নটি।

যেমন ধরা যাক, আপনি সার্চ বারে বাংলায় ‘নিউজ নাইন২৪’ অথবা ইংলিশে newsnine24 লিখলেন। এখন ‘Google Search’-এ ক্লিক করলে আপনাকে সার্চ রেজাল্ট দেখাবে কিন্তু ‘I’m Feeling Lucky’ বাটনে ক্লিক করলে আপনাকে সরাসরি নিউজ নাইন২৪-এর ওয়েবসাইটে অথবা ফেসবুক ফ্যান পেইজে নিয়ে যাবে।

এই হচ্ছে I’m Feeling Lucky বাটনের কাজ।