রিজার্ভ চুরির পর বাংলাদেশ ব্যাংকে আগুন নিয়ে প্রশ্ন: খসরু

ঢাকা: বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগা নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, “বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার বিষয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। রিজার্ভ চুরির দুই মাস পর মানুষ তা জানতে পেরেছে ফিলিপাইনের পত্রিকায় সংবাদ হওয়ায়। এটি তদন্ত করা হলেও তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না। কেন এটি প্রকাশ করা হচ্ছে না, তা বাংলাদেশের গণমাধ্যম লিখতে পারছে না। তবে ফিলিপাইন বলেছে, বাংলাদেশ ব্যাংকের ভেতরের লোকজনই রিজার্ভ চুরির সঙ্গে জড়িত। ব্যাংকের ভেতর থেকেই এ কাজ হয়েছে।”

তিনি বলেন, “ফেডারেল রিজার্ভ ব্যাংকও একই কথা বলেছে। অনেকের সন্দেহ আছে, এই সময় আগুন লাগার কারণ কী? এটাই জনগণের প্রশ্ন।”

অন্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।

রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ১৪ তলায় আগুনের ঘটনা ঘটে। পরে রাজধানী ও আশপাশের এলাকার দমকল বাহিনীর ১২টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দমকল বাহিনীর ৭০ জন কর্মী অংশ নেন।

মতিঝিল থানার ডিউটি অফিসার এমদাদ হোসেন জানান, আগুন লাগার পরপরই কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

দমকল বাহিনীর ঢাকা বিভাগের উপ-পরিচালককে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।