ফাহিমকে সঙ্গীরাও গুলি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা: ‘বন্দুকযুদ্ধে’ গোলাম ফায়জুল্লাহ ফাহিম নিহতের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এটি এমনও হতে পারে যে, ফাহিমের সঙ্গীরা তাকে গুলি করেছে, যাতে সে কারো নাম না বলতে পারে। তবে এ ঘটনায় তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানান মন্ত্রী।
শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোতাহার হোসেন ভবনে এক প্রশ্নের জবাবে তিনি এমনটাই জানিয়েছেন। এর আগে বাংলাদেশ আইন সমিতির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান খাঁন কামাল।
গায়ে বুলেট প্রুফ জ্যাকেট থাকার পরও কিভাবে গুলি লেগেছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এমনও হতে পারে তার সঙ্গী সাথীরা তাকে গুলি করেছে, যাতে কারো নাম না বলতে পারে।”
তিনি বলেন, “ফাহিমের ক্ষেত্রে সঠিক কী হয়েছে, সেটি আমি এখন বলতে পারবো না। আমাকে জেনে বলতে হবে।”
সমিতির সভাপতি ড. খান মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান ড. বোরহান উদ্দিন আহমেদ, সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ।