রপ্তানিকৃত তামাকজাত পণ্যে শুল্ক অব্যাহতি

তামাকজাত পণ্য রপ্তানিতে শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। রপ্তানি শুল্কপ্রাপ্ত তামাক পণ্যগুলো হলো-সিগার, চুরুট, ছোট চুরুট, তামাক ধারণকারী পণ্যসমূহ, সিগারেট, তরল তামাকজাত পণ্য।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কাস্টমস বিভাগ থেকে সম্প্রতি এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান সই করা প্রজ্ঞাপণ সূত্রে এসব তথ্য জানা গেছে। আর এই আদেশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।

প্রজ্ঞাপণ সূত্রে জানা যায়, ১৯৬৯ সালের কাস্টমস আইনের ১৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ইপিজেডভুক্ত শিল্প প্রতিষ্ঠানের আওতায় রপ্তানি ক্ষেত্রে উল্লিখিত পণ্যসমূহকে উহাদের ওপর আরোপনীয় সমুদয় রপ্তানি শুল্ক হতে অব্যাহতি প্রদান করা হলো।