মুহম্মদ আলীর অন্তীম মূহুর্তে দোয়া পড়ছিলেন সন্তানরা

ডেস্ক: সদ্যপ্রয়াত কিংবদন্তী বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মুহম্মদ আলীর অন্তিম মুহুর্তে তার কাছে ছিলেন সন্তানেরা। তার এক মেয়ে হানা আলী টুইটারে জানিয়েছেন, তারা প্রত্যেকে পিতাকে ঘিরে ছিলেন। আকড়ে ধরে ছিলেন পিতার হাত। ৭৪ বছর বয়সী পিতাকে তারা জড়িয়ে ধরেন, চুমু দেন। ঘন ঘন দোয়া দরুদ পড়েন।

হানা আলী টুইটারে লিখেছেন, সবাই শক্ত থাকতে চেষ্টা করছিল। কেউ কেউ তার কানের কাছে মুখ নিয়ে বলেছেন, ‘তুমি নিশ্চিন্তে যেতে পারো। আমরা ঠিক থাকতে পারবো। আমরা তোমাকে ভালোবাসি। তোমাকে অনেক ধন্যবাদ। এখন তুমি আল্লাহর কাছে ফিরে যেতে পারো।’

হানা আলী তার টুইটে আরও জানিয়েছেন, তার পিতার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ অচল হয়ে পড়ার ৩০ মিনিট পর পর্যন্ত তার হৃদস্পন্দন চলছিল। হানা বলেন, ‘কেউ কখনও এমন কিছু দেখে নি। এটা তার উদ্যোম আর ইচ্ছাশক্তির সত্যিকার প্রমাণ।’

হানা আলী টুইটে আরও লিখেছেন, ‘আমাদের হৃদয়ে আক্ষরিকভাবে ব্যথা হচ্ছে। কিন্তু আমরা খুশি যে বাবা এখন মুক্ত।’

আরেক মেয়ে মরিয়ম আলি সিএনএনকে দেয়া এক ইমেইলে বলেছেন, ‘আমি খুশি যে আমার পিতাকে আর কষ্ট করতে হবে না। তিনি এখন একটা উত্তম স্থানে আছেন। আল্লাহ সর্বশক্তিমান।’