আজ বিদ্যুতের নতুন দাম ঘোষণা

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষনা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি।

এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করবে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। এর আগে সেপ্টেম্বরের শেষ দিকে গণশুনানির আয়োজন করেছিলো সংস্থাটি। বিতরণকারী সংস্থা নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট ১ টাকা ৩ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছিলো।

ঢাকার গ্রাহকদের জন্য প্রতি ইউনিটে বিদ্যুতের দাম ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছিলো ডেসকো। আর ডিপিডিসি প্রস্তাব ছিলো ৪৩ পয়সা বাড়ানোর। অন্যদিকে গ্রামে বিদ্যুতের খুচরা মুল্য ইউনিট প্রতি পৌণে ১১ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বিপরীতে, ৫৬ পয়সা কমানোর দাবি করেছে ভোক্তা অধিকার সংস্থা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব।

এর আগে ২০১৪ সালের মার্চে বিদ্যুতের দাম বাড়িয়েছে বিইআরসি।