কৃষিতে বরাদ্দ কমলো

ঢাকা: ২০১৭-১৮ অর্র্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে বরাদ্দ কমছে।  ২০১৭-১৮ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য ১৩ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি ২০১৬-১৭ অর্থবছরে কৃষি খাতে বরাদ্দ রয়েছে ১৩,৬৭৬ কোটি টাকা। সে হিসাবে আগামী বছর বাজেটে ৭৬ কোটি টাকা কমছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন কালে এ তথ্য তুলে ধরেন।

প্রস্তাবিত বাজেটে  বরাদ্দকৃত ১৩ হাজা ৬০০ কোটি টাকার মধ্যে অনুন্নয়ন ব্যয় ১১ হাজার ৮০০ কোটি টাকা। এবং উন্নয়ন ব্যয় ১ হাজার ৮০০ কোটি টাকা। চলতি ২০১৬-১৭ অর্থবছরে বরাদ্দকৃত ১৩,৬৭৬ কোটি টাকার মধ্যে ১১ হাজার ৮৩৫ কোটি টাকা অনুন্নয়ন ব্যয় এবং ১ হাজার ৮৪১ কোটি টাকা উন্নয়ন ব্যয় রয়েছে। তবে সংশোধিত বাজেটে ৩ হাজার ৩০০ কোটি টাকা কমিয়ে ১০ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করা হয়। ২০১৫-১৬ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ১০ হাজার ৭৩৮ কোটি টাকা। প্রতি বছর বাজেটে যে বাড়ছে কৃষি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ সে হারে বাড়ছে না। বরং এ বছর আরও কমলো।