ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করলেন রাউল কাস্ট্রো

ডেস্ক: কিউবার সার্বভৌমত্বের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে বলে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট রাউল কাস্ট্রো।
বুধবার ডমিনিক প্রজাতন্ত্রে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও ল্যাটিন আমেরিকার শীর্ষ নেতাদের এক সম্মেলনে তিনি বলেন- কিউবা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে আগ্রহী; তবে, দায়িত্ব গ্রহণের পর হাভানা বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য উদ্বেগজনক।

কিউবা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, কর্মসংস্থান, অভিবাসন ও পরিবেশ বিষয়ে কাজ করতে আগ্রহী বলেও জানান রাউল কাস্ট্রো। তবে, নতুন মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগ করেন কিউবান প্রেসিডেন্ট।

পাঁচ দশক পর, ২০১৪ সালে কিউবার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর পরিবহন, পর্যটন, নির্দিষ্ট কিছু বাণিজ্যসহ ২২টি বিষয়ে সমঝোতা করেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ওবামা।
প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের পরপরই, কিউবার সঙ্গে ওবামা প্রশাসনের স্বাক্ষরিত চুক্তি পুনর্বিবেচনার ঘোষণা দেয় ট্রাম্প।